গাজীপুরের বাসন এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ কাপড় ও মেশিনপত্র। সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানায়, ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরের বাসন এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানার ডাইং সেকশনের কাপড়ের গুদাম আগুনের সূত্রপাত হয়। হুমুর্তের মধ্যেই ২০ হাজার বর্গফুটের স্টিল স্টাকচারের পুড়ে সেটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
পুড়ে যায় ওই সেটের মধ্যে থাকা বিপুল পরিমাণ কাপড় ও মেশিনপত্র। খবর পেয়ে জয়দেপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্টিল স্টাকচারের পুরো সেটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। জয়দেবপুরের ৪টি ও টঙ্গীর ২টি মোট ৬টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।