জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে আবারো হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।
সেইসঙ্গে বন্দর অভ্যন্তরে শুরু হয়েছে পণ্য ওঠানো-নামানো কার্যক্রম। আজ সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক হিলি বন্দরের প্রবেশ করে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, রবিবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ সোমবার আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান,সরকারি ছুটি থাকায় বন্দর অভ্যন্তরের সব কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আজ আবারো সব কার্যক্রম শুরু হয়েছে।