ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। বেশ কিছু দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই চিত্রনায়িকা। গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
এরপর থেকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়েছে পরীমণিকে। তবে সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা এই পরীমণির আছে অনেক অজানা জীবনের গল্প। তার সেই জীবনের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়।
পরীমণির ফেলে আসা সেই কঠিন জীবনের গল্প বড় পর্দায় তুলে আনতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু। পরীর জীবনী নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন তিনি।
সেই সিনেমার গল্পে থাকবে পরীমণিকে নিয়ে চলা বর্তমান ঘটনা (মাদক মামলা)। আরও থাকবে গ্রামের সাধারণ মেয়ে স্মৃতি থেকে আজকের পরীমণি হয়ে উঠার গল্প। এটি তখনই সম্ভব হবে, যদি পরীমণি সম্মতি দেন।
এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘পরীমণি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি আমি চাই, নায়িকা হিসেবে সেই সিনেমায় পরীমণি নিজেই অভিনয় করুক।’
মুক্ত হয়ে আসার পর পরীমণিকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলে জানান এই চলচ্চিত্র প্রযোজক।