বসুন্ধরা কিংস ও বেঙ্গালুরু এফসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। তবে এই ড্র সত্ত্বেও গ্রুপের শীর্ষে উঠে গেল অস্কার ব্রুজোনের দল।
এএফসি কাপের গ্রুপ ‘ডি’র ম্যাচে শনিবার বিকেল ৫টায় মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।
এর আগে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে দারুণ জয় পায় বসুন্ধরা কিংস। দৃষ্টিনন্দন এক গোল করে সবাইকে চমকে দেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া এটিকে মোহনবাগান আছে দ্বিতীয় স্থানে। আর এখন পর্যন্ত ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর অবস্থান তিনে। আর ১ ম্যাচ খেলে হেরে যাওয়া মাজিয়া আছে সবার শেষে।