এএফসি কাপের ডি গ্রুপে মোহনবাগানের বিপক্ষে জনাথন ফার্নানদেসের দুর্দান্ত গোলে এগিয়ে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৮ মিনিটে দলের পক্ষে গোল করেন জনাথন।
আজ বিকেল ৫টায় মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও মোহনবাগানের এ ম্যাচটি শুরু হয়।
ভারতের মোহনবাগানকে হারালেই ইন্টার-জোন প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে বসুন্ধরা কিংস। এশিয়ার সেরা হওয়ার সুযোগ আসবে তাদের।
দুটি করে ম্যাচ শেষ হওয়ার পর ইন্টার-জোন প্লে অফ খেলার সুযোগ আছে কেবল বসুন্ধরা কিংস ও মোহনবাগানের। যে জিতবে, তারাই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। ম্যাচটা ড্র হলে পরের রাউন্ডে খেলবে মোহনবাগান।