রাজবাড়ীতে রাস্তার পাশে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নীলফামারীর হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাস্তার পাশে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা নিহত হন।
দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের জানানো হয়েছে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করে লাশ দুটি গ্রহণ করবেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।