রোনালদোকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস। সিরি’আ-র নবাগত দল এম্পোলির কাছে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস।
এর আগে লীগে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোকে নিয়েই খেলেছিলো জুভ। সেই ম্যাচে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। শেষ মুহূর্তে রোনালদোর গোলটি অফসাইড না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো দলটি।
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।
এ নিয়ে লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।