পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দাপটের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার আগে আলোচনায় উইকেট। ঘরের মাঠের কন্ডিশনকে কাজে লাগিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছে টাইগাররা। বাংলাদেশ কোচও মনে করেন প্রতিটি সিরিজই সমান ও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে দলের ফলাফল বাড়তি পাওয়া টাইগারদের। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার ধারাবাহিকতা ধরে রাখাটাই লক্ষ্য টাইগারাদের।
বাংলাদেশ এসে ইতিমধ্যেই ৩ দিনের কোয়েরেন্টইন শেষ করে মাঠে অনুশীলন করেছে নিউজিল্যান্ড ক্রিকেটাররা। সেই সাথে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কঠিন চ্যালেঞ্জের ধাপ অতিক্রম করেছে নিউজিল্যান্ড। দিন তিনেকের অনুশীলন দলকে ভালো অবস্থায় নিয়ে গেছে বলে মনে করেন সফরকারীরা।