মিরপুর আবাসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় রেনু বেগম নামে আরও একজনের মৃত্যু। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিটিউটে তিনি মারা যান।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
গত ২৬ আগস্ট রাতে মিরপুর–১১ নম্বর, সি–ব্লকের ১১ নম্বর রোডের এই বাড়িটির গ্যাস লাইনে পানি ঢুকে পড়ে। পরে স্থানীয় মিস্ত্রি সুমন লাইন থেকে পানি বের করে সংযোগ মেরামতের পর পরীক্ষা করতে গেলেই মুহুর্তেই বিকট শব্দের বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে। পরে রেনু বেগমসহ গুরতর দগ্ধ অবস্থায় ৭ জনকে ভর্তি করা হয়েছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিটিউটে।