রাজধানীর তেজগাওঁ শিল্প এলাকায় চলছে রাস্তা উন্নয়নের খোঁড়াখুড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করতে উদ্যোগ নিবে সিটি কর্পোরেশন। এদিকে, সিডিউল অনুযায়ি কাজ শেষ করা হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কপোরেশনের প্রকৌশল বিভাগ।
রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ। নগরবাসির ভোগান্তি দূর করতে রাস্তা উন্নয়নে কয়েকটি প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড তেজগাওঁ শিল্প এলাকার বিভিন্ন সড়কে চলছে গভীর ড্রেন নির্মারসহ রাস্তা ও ফুটপাত মেরামতের কাজ।
জানা যায়, প্রকল্প এলাকার ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন কয়েক লক্ষ মানুষকে এসব এলাকার রাস্তা ব্যবহার করে কর্মক্ষেত্রে যেতে হয়। অভিযোগ আছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে ধীর গতির কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে ভুক্তভোগী সাধারণ মানুষ।
চলাচলের ভোগান্তি দূর করতে ঠিকাদার দ্রুত কাজ শেষ করবেন এমন দাবি স্থানীয়দের। তবে নির্ধারিত সময়েই কাজ শেষের প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।
এদিকে আগামী বর্ষা মৌসুমের আগে টেকসই রাস্তা ও ড্রেন নির্মাণে সিটি কর্পোরশন মেয়র তদারকি করবেন এমন দাবি সড়ক ব্যবহারকারীদের।