মুজিববর্ষ উপলক্ষে প্রাকৃতিক দূর্যোগ,বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে পাঁচ হাজার তাল গাছের বীজ রোপনের উদ্ধ্যেগ নিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।
বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার পাঁচ কিলোমিটার কাচাঁ সড়কে আজ বৃহস্পতিবার তাল গাছের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (মি) আব্দুল কাইয়ূম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল আলম, দশমিনা প্রেসক্লাব সভাপতি রিপন কর্মকার প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ বলেন,তাদের এ উদ্দ্যেগ সফল হলে উপজেলাব্যাপী ৫০ হাজার তাল গাছের বীজ রোপনের উদ্দ্যেগ গ্রহন করা হবে।
তরলবেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল আলম বলেন, তিনি তাল গাছের বীজগুলো বেড়ে ওঠার সময় পর্যন্ত রক্ষনা-বেক্ষনের জন্য লোক নিয়োগ করবেন।