‘বিগ বস ১৩’ থেকেই দুইজনের বন্ধুত্বের শুরু হয়েছিল। সিদ্ধার্থের নামে বলতে গেলে অজ্ঞান ছিলেন শেহনাজ গিল। দুজনের দিনও কাটছিলো ভালোই। কিন্তু বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। এ খবর শুনেই শুটিংয়ের সেট ছেড়ে বেরিয়ে যান শেহনাজ গিল। পরে অসুস্থও হয়ে পড়েন তিনি।
সিদ্ধার্থ যে আর নেই, একথা নাকি বিশ্বাসই করতে পারছেন না শেহনাজ। পুরোপুরি ভেঙে পড়েছেন অভিনেত্রী। বিগ বসের সেট থেকেই যে সম্পর্কের শুরু হয়েছিলো তা শেষ পর্যন্ত প্রেম পর্যন্ত গড়ায়। ‘ভুলা দুঙ্গা’ ও ‘সোনা সোনা’ বলে দু’টি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন। তবে শুধু কাজের তাগিদে সম্পর্ক ছিল না সিদ্ধার্থ ও শেহনাজের।
সিদ্ধার্থের প্রয়াণের পরই শেহনাজকে নিয়ে চিন্তিত নেটিজেনরা। অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। শেহনাজকে নিয়ে চিন্তিত হিমাংশি খুরানাও। টুইটারে তিনি লেখেন, “সকলকে কাদিয়ে শেষ হল গল্প। শান্তিতে থেকো সিদ্ধার্থ শুক্লা। ভাবছি, শেহনাজের মনে এই সময় কী চলছে… ইশ আমি যদি তোমার পাশে এই সময় থাকতে পারতাম।”