ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বনানী থানার মাদক মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘ ২৭ দিন কারাবাসে ছিলেন এই নায়িকা। গত ১ সেপ্টেম্বর মুক্তি পান তিনি।
জেলজীবনের এই ২৭ দিনে ওজন বেড়েছে পরীমণির। নায়িকা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীমণি জানান, কারাগারে থাকা অবস্থায় ব্যায়াম করতে পারেননি। এছাড়া সেখানে ডায়েট মেনে খাবারও খেতে পারেননি। সে কারণেই তিন কেজি ওজন বেড়েছে।
অবশ্য ওজন বাড়া নিয়ে চিন্তিত নন পরীমণি। কাজে ফেরার আগেই নিজেকে ফিট করে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মাদকসহ গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি। আদালত ৩১ আগস্ট পরীমণির জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে গত ১ সেপ্টেম্বর মুক্তি পান নায়িকা।