ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জন নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার চাকলাহাট নেহালপাড়ার দাল উদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল (২২)। আহত ব্যক্তি পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় রোডের মুন্সিরহাট খোশবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে তিন জন ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।