রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন- ইয়াসিন (১৩) ও আরাফাত (১০)।
আজ ভোরে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালক কালাইকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোর ৫টার দিকে শাপলা চত্ত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত কালাই শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে।
তিনি জানান, ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আর রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।