ঢাকায় ছবির আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সেখানে পরীমনি লিখেছেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান পরীমণি। অবশ্য সেদিন বিকালে তার বাসায় অভিযান চালিয় র্যাব তাকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে র্যাব।
সেই মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল পরীকে। টানা ২৭ দিন তিনি থানা ও কারাগারে বন্দী ছিলেন। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি।