নুসরাত জাহান। একই সঙ্গে খ্যাতি এবং বিতর্কের সমার্থক এই নাম। কিন্তু সাংসদ তারকার আরও একটি নাম আছে ‘নয়না’। রবিবার সকালে সেই কথা যেন মনে করিয়ে দিলেন নতুন মা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ডাবের ছবি দিয়েছেন তিনি। সেখানে ডাবের গায়ে খোদাই করা রয়েছে ‘নয়না’ নামটি।
ফেসবুকেও নুসরাতের একটি অ্যাকাউন্ট আছে যার নাম ‘নয়না জাহান’। সেই অ্যাকাউন্টটি যদিও বর্তমানে বিশেষ সক্রিয় নয়। তবে নুসরতের এই নাম শুধু ফেসবুকের দেওয়ালেই সীমাবদ্ধ নয়। নুসরাতের প্রাক্তন নিখিল জৈনও এক সময় ভালবেসে নুসরাতকে এই নামেই ডাকতেন।
আনন্দবাজার অনলাইনকেও সে কথা জানিয়েছিলেন নিখিল। এর পর বদলেছে পরিস্থিতি। তার সঙ্গেই বদলেছে নিখিল এবং নুসরাতের জীবন। একে অপরের থেকে দূরে সরে গিয়েছেন তারা। সহকর্মী যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। ছেলে সন্তানের মা হয়েছেন এখন। নিখিলের সঙ্গে বিয়েকে দিয়েছেন ‘সহবাস’-এর তকমা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা