হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। গতকাল রোববার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয়। কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এই সাবেক অভিনেত্রী। তার বর্তমান বয়স ৭৭ বছর।
গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। শ্বাসকষ্টজনিত সমস্যা, নিম্ন রক্তচাপ আর ডায়াবেটিসের কারণে তাঁকে চিকিৎসক নিতীন গোখলের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।
তাঁর পারিবারিক বন্ধু ফয়জুল ফারুকি গতকাল দিলীপ সায়রা বানুর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়রাজি এখন আগের থেকে ভালো আছেন। বাড়ি ফিরে এখন আরাম করছেন। সবাইকে প্রার্থনার জন্য ধন্যবাদ জানান ফয়জুল ফারুকি।