না ফেরার দেশে চলে গেলেন স্প্যানিশ গায়িকা মারিয়া মেন্দিওলা। শনিবার (১১ সেপ্টেম্বর) মাদ্রিদে নিজ বাসভবনেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
সত্তরের দশকে টপ-চার্ট কাঁপানো মেন্দিওলার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়গ্রাহী শোক ও শ্রদ্ধা জানিয়েছেন তার বন্ধু ব্যান্ড সতীর্থ ক্রিস্টিনা সেভিয়া।
তিনি লেখেন, ‘এটা জানানো আমার আমার জন্য কত কঠিন… প্রিয় মারিয়া, চমৎকার শিল্পী, তবে সবকিছুর ওপরে… আমার বন্ধু, সে আজ চলে গেছে।’
সত্তরের দশকে আরেক গায়িকা মেয়তে মাতেওসকে নিয়ে যুগল ব্যান্ড ‘বাকারা’ গড়ে তোলেন মেন্দিওলা। তখন দু’জনেই ছিলেন ফ্লামেঙ্কো নৃত্যশিল্পী। নাচে ফুয়ের্তেভেন্তুরা দ্বীপের পর্যটকদের বিনোদিত করতেন তারা।
এক সময় যুক্তরাজ্যের আরসিএ রেকর্ডের সঙ্গে চুক্তি করেন মেন্দিওলা-মাতেওস। এরপর প্রথম সিঙ্গেল ‘ইয়েস স্যার, আই ক্যান বুগি’ উপহার দেন তারা। গানটির ১৬ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের দশটি দেশের চার্টের শীর্ষেও ছিল গানটি।