সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত ট্রাকচাপায় প্রশান্ত চন্দ্র বিশ্বাস (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার আগে
ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার মুক্তা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত চন্দ্র বিশ্বাস জেলার তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রামের সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।
হাটিকমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এত ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও ওসি জানিয়েছেন।