১২ দিন হয়েছে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। মুক্তির পর তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন তিনি। এরই মধ্যে দুইদিন কাজও করেছেন পরীমণি। কিন্তু হঠাৎ তাকে দেখা গেল রাজধানীর একটি হাসপাতালে।
আজ বিকেল ৫টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। ছবিগুলো রাজধানীর এভার কেয়ার হাসপাতালের।
ছবিতে দেখা যাচ্ছে- পরীর গায়ে ধূসর সবুজ রঙের টপস, মুখে মাস্ক, চোখে সাদা চশমা এবং হাতে ঘড়ি। কোমরে হাত দিয়ে খুব সাবলীল ভঙ্গিতেই সেলফি তুলেছেন নায়িকা।
ক্যাপশনে পরী লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’ কথাটি যে তিনি হাসপাতালকে ইঙ্গিত করে বলেছেন, তা বোঝাই যায়।
শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত তিনি। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এ জন্য ভারতে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নায়িকা। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই রবিবার হাসপাতালে গিয়েছেন পরীমণি।