পটুয়াখালীর গলাচিপায় বিল্লাল হাওলাদার (৩৬) ও আলম হাওলাদার (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালেব নগর আবাসন ১০০ ব্যারাকের মৃত খলিল হাওলাদারের ছেলে ও আলম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের মৃত সেলিম হাওলাদারের ছেলে।
মঙ্গলবার রাতে পৌরসভার লঞ্চটার্মিনালের পল্টুনের উপর থেকে বিল্লালকে ও শ্যামলীবাগ এলাকা থেকে আলমকে গ্রেফতার করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে গলাচিপা থানার এসআই সুকন্ঠ দে সঙ্গীয় এএসআই সজিবুর রহমান ফোর্স এর সহায়তায় পৌরসভার লঞ্চটার্মিনাল ঘাটের উত্তর পাশে পল্টুনের উপর থেকে বিল্লালকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আলম দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে শ্যামলীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার মাদক মামলার আসামী বিল্লাল হাওলাদার ও আলম হাওলাদারকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।