পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় আগামী ১১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে উপজেলার প্রতি পূজা মন্ডপে চলছে এখন প্রতিমা তৈরির কাজ। অনেক ব্যস্ততার মধ্যে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
তবে এবছরেও করোনার প্রভাবে সিমীত আকারে পূজা-অর্চনা হবে বলে জানান আয়োজকরা। এবার গলাচিপা উপজেলায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে মোট ২৬টি পূজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। দিন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্ততি।
পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে প্রতীমা তৈরির কাজ চলছে জরে-স্বরে। আর কয়দিন পরে শুরু করবে রঙ করার কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলার সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন,
করোনায় সরকারের সব নিয়ম মেনে এবং স্বাস্থ্যবিধি পালন করে এবার উপজেলার ২৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব ১১অক্টোবর মহাষট্টির মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর মহাদশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে।