বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া সেতুতে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চয়ন (১৭), সিয়াম (১৮) ও রাব্বী (১৮)। তাদের বাড়ি বাকেরগঞ্জ পৌরশহরে বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুর রহিম।
তিনি জানান, পটুয়াখালীর দিক থেকে একটি যাত্রীবাহি বাস বরিশালের দিকে আসছিলো। বাসটি দপদপিয়া সেতুর ঢালে ওঠার সময় বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক চয়ন নিহত হয়। আশংকাজনক অবস্থায় দুইজনকে শের-ই বাংলা মেডিকেলে নেয়ার পর কত্যর্বরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষন পর রাব্বীর মত্যু হয়।
বিএমপি’র বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারি বাস ফেলে পালিয়ে যায়। এতে মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।