দীর্ঘদিন পর একসাথে কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেন তারা। অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান চালডালের জন্য এই বিজ্ঞাপন নির্মিত হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো একসাথে কাজ করছেন ফারুকী-ফারিয়া। এর আগে ৭ বছর আগে ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ফারিয়া।
ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ফারিয়া বলেন, ‘দীর্ঘ দিন পর ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এই বিজ্ঞাপনের ভাবনা, আয়োজন চমৎকার। আশা করছি দর্শকদের দারুণ লাগবে।’
বেশ কিছুদিন কোন নতুন ছবিতে অভিনয় করতে দেখা যায়নি ফারিয়াকে। তবে কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন এই অভিনেত্রী। সর্বশেষ গতবছর ফারিয়াকে ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করতে দেখা যায়, এ ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান।