কিশোরগঞ্জ সদর উপজেলায় গাড়ি চাপায় বাবু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রাতে উপজেলার কামালিয়ারচর এলাকার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাবু কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন বাবু। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিন্নাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ মো. আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।