সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্ল্যানিং সম্পর্কে জানালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এদিকে, বলিউডজুড়ে গুঞ্জন রটেছে খুব শিগগির বিয়ে করতে চলেছেন তারা।
প্রেম এবং বিয়ে নিয়ে সম্প্রতি বলিউডে এক সাক্ষাৎকার দেন সিদ্ধার্থ মালহোত্রা। যেখানে ভক্তদের সাথে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন তিনি। সেখানে তাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ‘কবে বিয়ে করছেন’ এ বিষয়ে। ভক্তদের এমন প্রশ্নে ‘শেরশাহ’ অভিনেতা হেসে বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি জানি না। কারণ আমি কোনো জ্যোতিষী নই। তাই কোনো কিছু ঘটার আগে আমি কিছু বলতে পারবো না। যখন এমন কিছু ঘটবে তখন সবাইকে আমি জানাবো।’
খোলামেলাভাবেই প্রেম করে বেড়াচ্ছেন দু’জন। ভক্তদের মধ্যেও সিদ্ধার্থ-কিয়ারা আদভানির প্রেমের রসায়ন নিয়ে উৎসাহ তুঙ্গে। বলিউডের জনপ্রিয় এই জুটিকে সর্বশেষ ‘শেরশাহ’ সিনেমায় একসাথে জুটি বাঁধতে দেখা গেছে। অফ স্ক্রিনের পাশাপাশি তাদের অনস্ক্রিন রসায়নও দর্শকদের বেশ পছন্দ।
‘শোরশাহ’ সিনেমার সফলতার পর তাদের সাত পাঁকে বাঁধা নিয়েও গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা।