ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে তাদের প্রতিপক্ষ মন্টপেলিয়ার। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
লিগে এটি পিএসজির অষ্টম ম্যাচ। এর আগের সাত ম্যাচের সাতটিতেই জিতেছে পিএসজি। অন্যদিকে, মন্টপেলিয়ার তাদের সাত ম্যাচের দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে, বাকিটা তিনটি ড্র করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, মন্টপেলিয়ার দশে।
তবে এ ম্যাচেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় রয়েছে। বাঁ হাটুর ইনজুরির কারণে তিনি খেলতে পারেন নি মেতজের বিপক্ষে লিগ ম্যাচটিতে। স্কোয়াডে এখনো অনিশ্চিত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসও।