নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) রেস্তোরাঁয় থেকে ২শত পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফেরদৌস আক্তার (৩৪) বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের ৯নম্বর ওয়ার্ডের ফোরকান মিয়ার স্ত্রী ।
মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবি পুলিশ জানায়,গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. সবজেল হোসেন চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁর ভিআইপি বাংলা কেবিনের ভিতর থেকে ২শত পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।