দিনাজপুরের রামডুবি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আফজাল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আফজাল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিনাজপুর রংপুর সড়কের রামডুবি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রংপুর থেকে পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসের সাথে অপর দিক থেকে আসা ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।