জেলার গলাচিপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা`র ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ টি বনজ ও ফলদ চারা গাছ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ চারা গাছ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল দশটায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এস এম শাহজাদা নিজ হাতে চারা গাছ রোপনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.ফোরকান মিয়া। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।