আনন্দ র্যালী, বৃক্ষ রোপন, চক্ষু শিবিরসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের পক্ষে এ সব কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মিরা।
কর্মসূচির মধ্যে আরো ছিল, বেলুন উড্ডয়ন, কেক কাটা,এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, দোয়া। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।