আইপিএলের ৪৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে চতুর্দশ আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল।
শারজায় টস জিতে শুরুতে কেনদের ব্যাটিংয়ে পাঠান মহেন্দ্র সিং ধোনি। তাদের দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৪ রানে থামতে হয়েছে সানরাইজার্সকে।
দলটির এই স্কোর গড়ার পেছনে ঋদ্ধিমানই মূল প্রভাবক ছিলেন। ৪৬ বলে ৪৪ রান করেন। এছাড়া বাকিরা ইনিংস লম্বা করতে পারেননি। অভিষেক শর্মা ১৩ বলে ১৮ ও আব্দুল সামাদ ১৪ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন। শেষ দিকে রশিদ খান ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে জশ হ্যাজেল উড ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোলার ছিলেন। ১৭ রানে দুটি নেন ডোয়াইন ব্রাভো।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার ভালো শুরু এনে দেন চেন্নাইকে। ৩৮ বলে ৪৫ রান করে রুটুরাজ গাইকোয়াদ সাজঘরে ফেরেন অর্ধশতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতে। ওয়ান ডাউনে ক্রিজে আসেন ইংলিশ তারকা মঈন আলী।
ডু প্লেসিস ৪১, মঈন ১৭ ও সুরেশ রায়না ২ রান করে বিদায় নিলে দায়িত্ব বর্তায় অধিনায়ক ধোনি ও আম্বাতি রাইডুর কাঁধে। দুজনের সাবধানী ব্যাটিং ম্যাচকে একটু নাটকীয় করে তুললেও শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ধোনি। ১১ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৩ বল মোকাবেলা করা রাইডু অপরাজিত থাকেন ১৭ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
টস : চেন্নাই সুপার কিংস
সানরাইজার্স হায়দরাবাদ : ১৩৪/৭ (২০ ওভার)
ঋদ্ধিমান ৪৪, অভিষেক ১৮
হ্যাজলউড ২৪/৩, ব্রাভো ১৭/২
চেন্নাই সুপার কিংস : ১৩৯/৪ (১৯.৪ ওভার)
গাইকোয়াদ ৪৫, ডু প্লেসিস ৪১, মঈন ১৭, রাইডু ১৭*, ধোনি ১৪*
হোল্ডার ২৭/৩, রশিদ ২৭/১
ফল : চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী।