মাদককাণ্ডে ১৬ ঘণ্টা জেরার পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। অনুশোচনা প্রকাশ করেই বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এর আগে কখনও এমন কিছু করেন নি বলেও দাবি করেন আরিয়ান। খবর আনন্দবাজার পত্রিকার।
গত শনিবার রাত থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে এসব কথা বলেন বলিউড বাদশার ছেলে আরিয়ান।
এনসিবি সূত্রে খবর, সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখ-পুত্রের লেন্স রাখার বাক্স থেকেও নাকি মাদক উদ্ধার করেন এনসিবির কর্মকর্তারা।
এদিকে আরিয়ানের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চান্টকে।
আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিবার রাতের মাদক পার্টিতে ছিলেন এরা প্রত্যেকেই।