মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখা হবে তাকে। তবে আরিয়ানের আইনজীবি দাবী করেছেন, মাত্র কয়েকটি এসএমএস এর ওপর ভিত্তি করে আটক হয়েছেন কিং খানের পুত্র।
আটকের চারদিন পরেও ছাড়া পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। মুম্বাইয়ের আদালতে জামিন শুনানিতে বলা হয়, আরিয়ানসহ অন্য সাতজনের বিরুদ্ধে তদন্তের গুরুত্ব রয়েছে। আর তা চালিয়ে যেতেই আপাতত আরিয়ানকে থাকতে হবে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবির হেফাজতেই।
এরইমধ্যে আরিয়ানের ফোন জব্দ করেছে এনসিবি। যাতে পাওয়া গেছে মাদক লেনদেন সংক্রান্ত বেশকিছু হোয়াটসঅ্যাপ মেসেজ। আর সেসব থেকেই আন্তর্জাতিক মাদকচক্রের সূত্র পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করছেন, এনডিপিসি আইনের আওতায় কোনো মাদক জব্দ হয়নি তার মক্কেলের কাছ থেকে। আর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ছিল জামিনযোগ্য।
এদিকে, আরিয়ানকে নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে মুনমুন ধমেচার নাম। মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় একজন মডেল। প্রমোদতরীর পার্টি থেকে শাহরুখ পুত্রের সাথেই আটক হয়েছিলেন তিনি। যার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। এনসিবির জেরায় মুনমুন জানান, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।