কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যানচাপায় মো. জামিন মিয়া ও ফুজাল মিয়া নামের দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
আজ সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিন মিয়া উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে। অন্যজন একই গ্রামের লাল মিয়ার ছেলে ট্রাকচালক ফুজাল মিয়া।
সদর দক্ষিণ উপজেলা থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।