বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। যদিও শুরুতেই ব্রাজিলের জালে বল জড়িয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ হাসি হেসেছে স্বাগতিকরা।
শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তাদের ৩-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। ম্যাচের শুরুতে ১১ মিনিটেই জেসুস-মারকুইনহোসরা গোল হজম করেছিল। কিন্তু শেষ মূহুর্তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ম্যাচটিতে ছিলেন না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ম্যাচের ১১তম মিনিটেই এরিক রমিরেজের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। পরে ওই গোল শোধ করতে ঘাম ঝরাতে হয় ব্রাজিলকে। ৭১ মিনিটে এসে প্রথম গোলটি করেন মার্কিনিওস। এরপর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল বারবোসা। যোগ করা ৯০+ সময়ে আরও এক গোল করেন এন্থনি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ভেনেজুয়েলা। কিন্তু একবারও ভেনেজুয়েলা হারাতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো তিতের শিষ্যরা। পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকার ধারাও অব্যাহত রাখলো তারা।