December 23, 2024, 6:17 pm

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, October 9, 2021,
  • 65 Time View

আজ শনিবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলবে এ ভর্তি পরীক্ষা কার্যক্রম।

এর আগে কোনো প্রকার অনিয়ম, ভর্তি জালিয়াতি বা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির দিকটি লক্ষ্য রেখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ৫টি ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। তার মধ্যে, খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩৯। আসন সংখ্যা ২ হাজার ৩৭৮টি।

প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২০.০৩৩ জন। ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮৮৫৩ জন। ঢাকার বাইরে সাত বিভাগীয় শহরে পরীক্ষার্থীর সংখ্যা ২৮৭৮৬ জন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১২০ নম্বরে। তার মধ্যে লিখিত ও বহুনির্বাচনী ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71