আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। কোন দলই এবার খালি হাতে ফিরবে না, বরং কোন ম্যাচ না জিতলেও অংশগ্রহণের জন্যেই পাবে মোটা অঙ্কের অর্থ পুরষ্কার।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৪০ হাজার এবং সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দ্বিতীয় রাউন্ডের ৮ দল পাবে ৭০ হাজার ডলার করে।
বিশ্বকাপের প্রথম ও দ্বিতীয় রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্য উইনিং বোনাসও ঘোষণা করেছে আইসিসি। যার পরিমাণ ৪০ হাজার ডলার। সব মিলিয়ে প্রাইজমানি হিসেবে এবারের বিশ্বকাপে আইসিসি দেবে মোট ৫৬ লাখ মার্কিন ডলার।
এছাড়া এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এর আগে ২০২০ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস প্রযুক্তির ব্যবহার করা হয়।