মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় থাকায় বৃষ্টি একেবারেই কমে গেছে। চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য স্থানে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
এদিকে আজ সোমবার সূর্যোদয় হয়েছে ভোর ৫.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৩৮ মিনিটে।