আইপিএলের দ্বিতীয় অংশে কলকাতা নাইট রাইডার্সে অনেকটা ব্রাত্যই হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। আবারও প্রমাণ করলেন নিজেকে। গত রাতে এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুকে হারানোয় দারুণ অবদান রেখেছিলেন তিনি।
বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন দলের সেরা তারকা, বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বিসিবি। আর তাই বিসিবি পরিচালক আকরাম খান জানালেন, আইপিএল শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
কখন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব? সে প্রশ্নের উত্তরে আকরাম বললেন, ‘সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে, চলে আসবে।’
বিশ্বকাপের ঠিক আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদটা চড়িয়ে দিয়েছে। ফিটনেস আর ফর্ম ধরে রাখলে বিশ্বকাপেও সেটা ধরে রাখবে বাংলাদেশ, আশা আকরামের।