বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আরসিবি খেলেছে মোট ১৪০টি ম্যাচ। যেখানে জয় এসেছে ৬৪টি ম্যাচে। টাই করেছে ৪টি ম্যাচ এবং হেরেছে ৭০ ম্যাচ। তবে আইপিএল শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তার। কোহলির দাবি, ‘প্রতি মৌসুমেই আরসিবির জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছি।’
এছাড়া আরসিবির অধিনায়কত্ব ছাড়লেও দলটির পক্ষেই খেলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর পক্ষে অধিনায়কত্বের শেষ ম্যাচে এ কথা বলেন কোহলি। তিনি বলেন,‘আমি নিজের সেরাটা দিয়ে এখানে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে তরুণ ক্রিকেটাররা এসে আত্মবিশ্বাসের সাথে ভালো খেলতে পারে। শুধু এখানে না, ভারতীয় দলেও এই প্রথা গড়ে তোলার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। আমি জানি না যে সেটিকে কীভাবে নেওয়া হয়েছে, তবে আমি প্রতিবছরই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছি। এখন থেকে একজন সাধারণ খেলোয়াড় ও ফিল্ডার হিসেবেও নিজেকে উজাড় করে দিয়ে খেলব।’