এইতো কয়েক বছর আগের কথা। ‘ভির-জারা’ সিনেমায় পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে। কয়েদি নম্বর ৭৮৬, যশ চোপড়ার ‘বীর জারা’ ছবিতে এটাই হয়ে দাঁড়িয়েছিল শাহরুখ খানের পরিচয়।
আর এখন আরিয়ান খানের পরিচয় কয়েদি নম্বর ৯৫৬। রুপোলি পর্দায় শাহরুখের মুখে ‘মেয় কয়েদি নম্বর ৭৮৬..’ ডায়লগ শুনে চোখের কোণ ভিজেছিল অনুরাগীদের। শাহরুখের ছেলের জীবনে এমন একটা দিন আসবে তা কে কল্পনা করেছিল!
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আর্থার রোড জেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে মাদককাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খান, আরবাজ মার্চেন্টদের। কোভিড রিপোর্ট নেগেটিভ আসবার পর অভিযুক্ত পাঁচজনকে জেলের মূল ব্যারাকে নিয়ে যাওয়া হয়। মূল জেলে তাঁদের স্থানান্তরিত করবার পর কয়েদিদের নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে। আর সেখানেই আরিয়ানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’।
বৃহস্পতিবার জামিন না পাওয়ায় আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে আরিয়ানকে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। ততদিন তাকে জেল হেফাজতেই থাকতে হবে।