মাদক মামলায় মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আছেন বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ছেলের সঙ্গে কথা বলতে শাহরুখ ও গৌরি খান মরিয়া হয়ে গেলেও নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কথা হলো কিন্তু ভিডিও কলে।
মা-বাবার সঙ্গে ১০ মিনিট ভিডিও কলে কথা বলেছেন আরিয়ান। এসময় হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে আজ এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
সংবাদমাধ্যমটি বলছে, কোভিডবিধির জন্য জেলবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। তাই মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে সেখানে। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, শাহরুখ এবং গৌরী খান ভিডিও কলে ছেলের মুখ দেখতে পান। ছেলের কাছে জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ানে কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা।
বৃহস্পতিবার জামিন না পাওয়ায় আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে আরিয়ানকে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। ততদিন তাকে জেল হেফাজতেই থাকতে হবে।