এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছেন কার্টিস ক্যাম্ফার। আসরের দ্বিতীয় দিনেই প্রথম হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ডের ডানহাতি এই পেসার।
শুধু হ্যাটট্রিক করেই থামেননি তিনি। পরপর চার বলে চার উইকেট নিয়ে গড়েছেন আরেক ইতিহাস। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি।
গ্রুপ পর্বের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক পিটার সিলার।