৬০ বছরের কাছাকাছি বয়সে প্রায় ৫ লক্ষ গাছ রোপন করা “সাদা মনের মানুষ” হিসেবে স্বীকৃতি প্রাপ্ত পাবনা জেলার ফরিদপুর উপজেলার বৃক্ষপ্রেমী মোঃ ইদ্রিস আলীকে সম্প্রতি মীর কনক্রিটব্লক এর উদ্যোগে উপহারসরূপ পরিবেশবান্ধব হলো ব্লকের ঘর প্রদান করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কাম্রজ্জামান মাজেদ, মীর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবা-ই জাহির, চীফ রিলেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম, মীর কনক্রিট ব্লকের বিক্রয় এবং বিপনন বিভাগের প্রধান সাখাওয়াত হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ইবনে কাউসার রিয়াদ, সিনিয়র অফিসার মোঃ ইউসুফসহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান মীর কনক্রিট ব্লকের এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মীর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবা-ই জাহির উল্লেখ করেন,পরিবেশের বন্ধু এই মানুষটিকে পরিবেশ বান্ধব হলো ব্লক দিয়ে ঘর তৈরি করে দিতে পারায় আমরা সত্যিই গর্বিত। সাদা মনের মানুষটির আদর্শ বেঁচে থাকুক মীর কনক্রিট ব্লকের পরিবেশ বান্ধব যাত্রায়।