স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুর্দান্ত খেলার পাশাপাশি বার্সেলোনাকে সমতায় ফেরানো গোলটি করেছেন বার্সার নতুন ‘নাম্বার টেন’ আনসু ফাতি।
ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার গায়া। বার্সা গোলরক্ষক টার স্টেগান ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি শটটি।
তবে ১৩তম মিনিটে অসাধারণ একটি গোলটি করেন ফাতি। বিরতির আগে ডি-বক্সে ফাতিকে গায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় বার্সা।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দেস্তের পাস থেকে আরেকটি গোল করেন বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। এ ম্যাচেই তিন মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত অভিষেক হয় ম্যানচেস্টার সিটি ‘কিংবদন্তী’ আগুয়েরোর।
এ নিয়ে লিগে ৮ ম্যাচে ৪ জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ।