মুম্বাইয়ের আর্থার রোড জেলে দিন কাটছে বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তার পরিচিতি এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’। কারাগারের প্রকোষ্ঠে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে। এখানে তাদেরকে ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে।
তবে আজ বুধবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তার জামিন আবেদনের শুনানি হয়। কিন্তু আবারও নাকচ করা হয়েছে আরিয়ানের জামিন আবেদন। শুনানির পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন মুম্বাই আদালত।
শুনানিতে আরিয়ানের বিরুদ্ধে নতুন অভিযোগ উত্থাপন করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিযোগে আরিয়ানে বলিউডের এক উঠতি মডেলের সঙ্গে মাদক নিয়ে চ্যাটিং করেছেন। সেই আলাপের নথি আদালতে জমা দিয়েছে এনসিবি।
শাহরুখের পরিবার এবং ভক্তকূলের প্রত্যাশা ছিল, অন্তত আজ আরিয়ান জামিন পাবেন। কিন্তু সব প্রত্যাশা এবারও ব্যর্থ করে দিয়েছেন আদালত।