টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে ঝামেলায় আছে টাইগাররা। ওপেনিংয়ে খেয়ে হারায়ে ফেলছে তারা। এসব খবরের মধ্যেই পাওয়া গেল আরেক খবর। ওমানে থাকা বাংলাদেশি সাংবাদিকরা টাইগারদের সংবাদ সম্মেলন বর্জন করেছেন।
কিন্তু কি কারণে টাইগারদের সংবাদ সম্মেলন বর্জন। তা অবশ্য জানা গেছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনের জন্য আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে একজনের আসতে হতো। কিন্তু এদিন নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলেন দেখা যায়নি দলের কাউকে।
অথচ আগের দিনই সংবাদ সম্মেলনের সময় সূচি জানিয়ে দিয়েছিল আইসিসি। সে অনুযায়ী বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকরা মাঠে এসেছিলেন। কিন্তু স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেননি। তিন তিনবার সংবাদ সম্মেলনের সূচি পরিবর্তন করা হয়।
শেষ পর্যন্ত বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স স্থানীয় সময় রাত পৌনে ৮টায় আসেন। সেই সময় কোনো সাংবাদিকই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ সময় আইসিসির মিডিয়াকর্মী কালাম ডেভিস পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ দল নিয়ে প্রিন্সকে নানা প্রশ্ন করেন। আর সেসব প্রশ্নের উত্তর দেন প্রিন্স।
ওমানে থাকা বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা জানিয়েছেন, দল জয়লা্ভ করুক আর না করুক তাদের নিয়মিত ঘটনা তারা সংবাদ সম্মেলনে প্রায়ই দেরি করে আসেন। বুধবার অনুশীলন করেনি টাইগাররা। কিন্তু সেটি সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। ফলে সাংবাদিকরা মাঠে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে এসেছেন।