পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয়ের পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন দলের সবাই ভালো, তবে সাকিব ‘বিশেষ কিছু’।
প্রথম ম্যাচে হারের ‘পাপমোচন’ শেষে মূলপর্বে খেলার টিকেট হাতে নিয়ে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশংসায় ভাসালেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘সব সময়ই বলি যে সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। তার মতো পারফরমার পাওয়া বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্য।’
পাপুয়া নিউ গিনির বিপক্ষে অনবদ্য পারফরমেন্সে দলের জয়ের নায়ক তিনিই। ম্যাচে প্রথম ওভারেই উইকেটে গিয়ে রান করেন ৩৭ বলে ৪৬। পরে বল হাতে ৪ ওভারে কেবল ৯ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। ম্যান অফ দ্য ম্যাচও তিনিই।
এ নিয়ে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন সাকিব। বাংলাদেশ তো দূরের কথা, বিশ্ব ক্রিকেটেই এর চেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাত্র ১৪ জন।
ম্যাচের পর তাই ক্যাপ্টেনের মুখে শুধুই সাকিবের স্তুতি, ‘ক্যারিয়ার জুড়েই সে অসাধারণ। অন্য সবাইও ভালো, সাকিব বিশেষ কিছু। সে চ্যাম্পিয়ন ক্রিকেটার।’